হাসপাতালে বিএনপি মহাসচিবের স্বাস্থ্যের খোঁজ নিলেন জামায়াত নেতারা
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের খোঁজ নিলেন জামায়াতে ইসলামীর নেতারা। আজ বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে দেখতে যান জামায়াত নেতারা।
মির্জা ফখরুলকে দেখতে যাওয়া জামায়াত নেতাদের মধ্যে ছিলেন দলেল নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। এ সময় তাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
হাসপাতালে জামায়াত নেতারা বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন। একই সঙ্গে মির্জা ফখরুলের আশু সুস্থতা কামনা করে দোয়া করেন তারা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
প্রসঙ্গত, চিকিৎসার জন্য গত ১৩ আগস্ট সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান মির্জা ফখরুল। চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার দেশে ফেরেন মির্জা ফখরুল। তবে অসুস্থ হয়ে পড়ায় আজ ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।