‘এটি একেবারেই অনৈতিক’

বিনোদন প্রতিবেদক
২০ আগস্ট ২০২৫, ১৬:৪৯
শেয়ার :
‘এটি একেবারেই অনৈতিক’

সাদিয়া জাহান প্রভা

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মন দিয়েছেন আবার অভিনয়ে। মাঝে ‘মেকআপ আর্টিস্ট’ হিসেবে নিজেকে গড়ে তুলতে অভিনয় থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। তবে সরব ছিলেন সামাজিক মাধ্যমে। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা কথা শেয়ার করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। এবার এই মাধ্যমে বিতর্কিত এক ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রভা।

গতকাল মঙ্গলবার ফেসবুকে এক ভিডিওবার্তায় প্রভা অভিযোগ করেন, ‘ট্রাভেল ট্র্যাকারস’ নামের একটি এজেন্সি অনুমতি ছাড়াই তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে। এমনকি এসব ছবি তাদের বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রেও প্রচার করছে।

প্রভার কথায়, ‘ট্রাভেল ট্র্যাকারসের থেকে আমি কোনো সার্ভিস নিইনি। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই। ঘুরতে গেলে আমি নিজের টাকাতেই যাই। তারপরও তারা আমার ভ্রমণের ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের ব্র্যান্ডিং করছে। এটি একেবারেই অনৈতিক।’

অনুমতিবিহীন ছবি ও ভিডিও ব্যবহারকারীদের সতর্ক করে অভিনেত্রী আরও বলেন, ‘আমার অনুমতি ছাড়া কেন আপনারা আমার ছবি-ভিডিও ব্যবহার করছেন? এই অনুমতি আমি দিইনি। এটা ঠিক না।’

এ বিষয়ে এখনও অভিযুক্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, আজ বুধবার অন্য একটি ভিডিওতে প্রভা জানান, সাম্প্রতিক সময়ে অনেকে তাকে ‘মেকআপ আর্টিস্ট’ হিসেবে নতুন পরিচয়ে পরিচিত করছেন। এ পরিচয়ের বিরোধিতা করে অভিনেত্রীর ভাষ্য, ‘একটি শর্ট কোর্স (মেকআপ) করেছি বলেই আমি একজন মেকআপ আর্টিস্ট সেটা বোঝায় না।’