ফ্রি ইন্টারনেট সংযোগ না পেয়ে ব্যবসায়ীকে মারধর, এসআই প্রত্যাহার
খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট সংযোগ না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে মেরুং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে খাগড়াছড়ি পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে এসআই নাজমুল হাসান স্থানীয় ক্যাবল ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানের ব্যবসায়ী ইসমাইল হোসেনকে ফাঁড়িতে ডেকে নিয়ে মারধর করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরে দীঘিনালা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ব্যবসায়ী ইসমাইল হোসেনে বলেন, ‘তিনদিন আগে ফাঁড়ির ইনচার্জ আমার কাছে ফ্রিতে ইন্টারনেট সংযোগ চান। না দিলে লাইন খুলে নেওয়ার হুমকি দেয়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাব বলে ফাঁড়ি থেকে চলে আসি। গতকাল বিকেলে ফাঁড়ি সামনে আমাকে দেখে পুলিশের এক সদস্য ফাঁড়ির ভেতরে নিয়ে যায়। এ সময় তারা আমার ব্যবহৃত বাইকটির চুরির বলে অপবাদ দেয়।’
তিনি আরও বলেন,‘এসআই নাজমুল হাসান দোতলা থেকে নেমে এসে আমাকে বেধড়ক পেটাতে থাকে। এতে আমার দুই হাত জখম হয়।’
তবে ব্যবসায়ীকে পেটানোর কথা অস্বীকার করেছেন এসআই নাজমুল হাসান। যদিও দীঘিনালার থানার ওসি মো.জাকারিয়ার দাবি, নাজমুল হাসান দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘এসআই নাজমুলকে ঘটনার পরই থানায় আনা হয়। আজ সকালে তাকে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’