সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলেমেয়ে গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ১৬:০২
শেয়ার :
সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলেমেয়ে গ্রেপ্তার

পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে আপন ছেলে, মেয়ে এবং মেয়ের জামাই মিলে মায়ের ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ছেলে ও মেয়েকে পুলিশ গ্রেপ্তার করলেও মেয়ের জামাই পলাতক রয়েছেন।

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে উত্তর মনসা বাচ্চু চেয়ারম্যানে বাড়িতে ঘটনাটি ঘটেছে। ৬৭ বছর বয়সী মা নুরজাহান বেগম সম্পত্তির কারণে সন্তানদের শারীরিক নির্যাতন ও মারধরের শিকার হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মেয়ের জামাই শফিউল করিম, মেয়ে ডলি আক্তার এবং ছেলে তাজুল ইসলাম টিটু পৈত্রিক সম্পত্তি তাদের নামে লিখে দিতে বলেন। এতে মা নুরজাহান বেগম অনীহা প্রকাশ করলে সবাই এক সঙ্গে তাকে মারধর করে গুরতর আহত করে। আহত অবস্থায় নুরজাহান বেগম বাদী হয়ে গত সোমবার রাতে ছেলে, মেয়ে ও মেয়ের জামাইকে আসামি করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করে।

এ ঘটনার পর গতকাল মঙ্গলবার রাতে ছেলে তাজুল ইসলাম টিটু ও মেয়ে ডলি আক্তারকে পুলিশ গ্রেপ্তার করলেও মেয়ের জামাই শফিউল করিম পালাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান ও তদন্ত কর্মকর্তা যুযুৎসু যশ চাকমা বলেন, ‘সম্পত্তির লোভে মায়ের ওপর সন্তানরা এভাবে নির্যাতনের বিষয়টি দুঃখজনক। মামলা দায়েরের পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছেলে ও মেয়েকে আটক করলেও এখন পর্যন্ত মেয়ের জামাইকে আটক করা যায়নি। তবে তাকে গ্রেপ্তারে চেষ্টা অব্যহত রয়েছে।’

ওসি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদ।’