১৫ জুন থেকে সব স্টপ: অপু বিশ্বাস
ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এর আগে থেকেই দেশটিতে অবস্থান করছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এরপরই নেটদুনিয়ায় ভাইরাল হয় শাকিব-বুবলী ও বীরের ছবি। তাদের একসঙ্গে পার্কে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটদুনিয়া।
তখন সবার দৃষ্টি ছিল শাকিবের আরেক সন্তানের (জয়) মা অপু বিশ্বাসের দিকে। কারণ শাকিব-বুবলীর ছবি নেটিজেনরা যেভাবেই গ্রহণ করুক না কেন, অপুর পক্ষ থেকে কোনো না কোনো কথা ঠিকই বেরিয়ে আসবে! তবে এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চুপ আছেন এই চিত্রনায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, বদলে গিয়েছেন তিনি। নায়িকার ফেসবুক অ্যাডমিনরা শাকিব-বুবলীর ছবি তাকে পাঠিয়েছিল। তিনি দেখেছেন। ছবিগুলো নিয়ে তার আহামরি কিছু বলার নেই বলে জানিয়ে দিয়েছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নায়িকার কথায়, ‘লাস্ট দেড় মাস আমি ফেসবুকে একদমই নেই। এসএসসি পরীক্ষার আগে খুব বেশি বান্ধবী বা আত্মীয়-স্বজনদের বাসায় ঘুরতে যাওয়াটা একটু বাঁধাগ্রস্ত মনে হয়, যখন একটা সময় আসে যে, আমাকে অনেক কাজ করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে; তখন মনে হয় যে ফেসবুকটা আসলে বান্ধবীদের কাতারে পড়ে। কি হয়েছিল ওই সময়, ওইটা আমি ওই সময় দেখিনি। পরে আমার অ্যাডমিনরা পাঠিয়েছিল এইগুলো- আসলে ওইরকম আহামরি কিছু লাগে না।’
অপু আরও বলেন, ‘আমি এখানে কাজ করতে এসেছি। কোনোকিছু নিয়ে অভদ্রতা হোক বা আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেরকম কিছু করতে আসিনি। কিছুটা সময় করা হয়ে গিয়েছিল। আমি আসলে ওইদিন থেকেই এইসব বন্ধ করে দিয়েছি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বলা দরকার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু একটি পোস্ট দিলে বুবলী পাল্টা পোস্ট দেন আবার বুবলী কোনো পোস্ট দিলে অপু পাল্টা পোস্ট করেন।
কিন্তু এবার অপুর নিরবতায় তার ভক্তরা হয়তো ভাবছেন, তিনি বুঝি হাল ছেড়ে দিয়েছেন। এ প্রসঙ্গে অপু বলেন, ‘হাল ছেড়ে দেওয়া বা হাল ধরারতো কিছু নেই। কষ্টের কিছু নাই। আমি কাজ করছি, কাজ করে যেতে হবে। আমি পনেরো জুন সবকিছু স্টপ করে দিয়েছি। যেদিক থেকেই বলেন, বাচ্চাটা কিন্তু মোর ইম্পর্টেন্ট। বাচ্চারা অনেক বড় সেতুবন্ধন। চাইলেই যেকোনো সাইড থেকে কেউ অফ করতে পারবে না।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
অসুস্থ প্রতিযোগিতায় আর যেতে চান না অপু বিশ্বাস। তার কথায়, ‘আমার কাছে মনে হচ্ছে ওই মানুষটাকে (শাকিব খান) ছোট করা হচ্ছে। যে মানুষটাকে ছোট করার কথা আমি কখনও চিন্তাও করি না।’