রাকসু নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকায় ২৪ হাজারের বেশি শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে মোট ২৪ হাজার ৮৯২ জনকে ভোটার করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ছাত্র ভোটার ১৫ হাজার ১৫১ জন এবং ছাত্রী ভোটার ৯ হাজার ৭৪১ জন।
গতকাল মঙ্গলবার রাতে প্রকাশিত তালিকা অনুযায়ী, আইবিএর ২২১ শিক্ষার্থী এবার প্রথমবারের মতো যুক্ত হয়েছেন। তবে, খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন ৪৫৬ জন ভোটার।
হলভিত্তিক ছাত্র ভোটারের মধ্যে শের-ই-বাংলা ফজলুল হক হলে ৮২৮ জন, শাহ মখদুম হলে ১১৭০ জন, নওয়াব আব্দুল লতিফ হলে ৯৬০ জন, সৈয়দ আমীর আলী হলে ১০২৯ জন, শহীদ শামসুজ্জোহা হলে ১০৮৮ জন, শহীদ হবিবুর রহমান হলে ২০৮৮ জন, মতিহার হলে ১৫৮৩ জন, মাদার বখশ হলে ১৫৯০ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১৫৬১ জন, শহীদ জিয়াউর রহমান হলে ১৯৭১ জন এবং বিজয়-২৪ হলে ১২৮৩ জন ভোটার রয়েছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
অন্যদিকে ছাত্রী ভোটারের মধ্যে মন্নুজান হলে ২০৩৫ জন, রোকেয়া হলে ১৮২২ জন, তাপসী রাবেয়া হলে ১০৪৭ জন, বেগম খালেদা জিয়া হলে ১১৩৪ জন, রহমতুন্নেসা হলে ১৫৫৫ জন এবং জুলাই-৩৬ হলে ২১৪৭ জন রয়েছেন।
উল্লেখ্য, ভোটার তালিকা রাকসুর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট আবাসিক হলের নোটিশবোর্ডে পাওয়া যাবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ হবে ২০ থেকে ২৩ আগস্ট, দাখিল ২৪-২৬ আগস্ট, বাছাই ২৭ ও ২৮ আগস্ট এবং প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ৩১ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ সেপ্টেম্বর। আর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর।
আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।