মিম বির্তকে ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন বন্ধ করলেন অর্জুন কাপুর
বলিউড অভিনেতা অর্জুন কাপুর সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট সেকশন বন্ধ করেছেন। একটি ভাইরাল মিমের কারণে তীব্র ট্রোলিং থেকে নিজেকে রক্ষা করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির প্রেস ইভেন্ট থেকে। সেই অনুষ্ঠানের মাত্র পাঁচ সেকেন্ডের একটি ক্লিপ সম্প্রতি আবার নতুন করে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, অর্জুন কাপুর শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রয়েছেন।
মিম নির্মাতারা এই ক্লিপের সঙ্গে ‘দাদা সাধু হোক আন্ডারওয়ার্ল্ড’ ট্র্যাকটি জুড়ে দিয়ে নতুন করে তৈরি করেন একটি প্যারোডি ভিডিও। মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এবং অর্জুন কাপুরকে নিয়ে শুরু হয় নানা ধরনের উপহাস ও ট্রোল। এই ভিডিওটি 'অর্জুন কাপুর মেম গান' নামেই বেশি পরিচিত।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শুধু এই একটি ঘটনাই নয়, এর আগেও অর্জুন কাপুর ট্রলের শিকার হয়েছেন। লন্ডনে বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে ছুটি কাটানোর কিছু মুহূর্ত তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সেই ছবিগুলোতে মোহিত মারওয়াহ, ডিজাইনার অর্পিতা মেহেতা, কুনাল রাওয়াল এবং বোন সোনম কাপুরও ছিলেন।
সেই সময়ও সেই ছবিগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং ট্রোল করা হয়েছিল তাকে। বারবার এই ধরনের উপহাসের শিকার হওয়ায় অবশেষে তিনি তার ইনস্টাগ্রাম কমেন্ট সেকশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
প্রসঙ্গত, অর্জুন কাপুরকে শেষ দেখা গিয়েছিল 'মেরে হাজব্যান্ড কি বিবি' ছবিতে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছিলেন রকুল প্রীত সিং এবং ভূমি পেডনেকর। গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’