সিনেমার জন্য ‘দুঃখ’ আহ্বান

বিনোদন প্রতিবেদক
২০ আগস্ট ২০২৫, ১২:৫৩
শেয়ার :
সিনেমার জন্য ‘দুঃখ’ আহ্বান

প্রতিটি হাসি মাখা মুখের পিছনে লুকিয়ে থাকে দুঃখ। একেকজনের দুঃখ একেক রকম। কারো দুঃখ ভালোবাসার, কারো আবার ছেড়ে যাওয়া। আমরা দূর থেকে যাকে সফল মনে করি, তার ভেতরেও কোনো না কোনো দুঃখ লুকিয়ে আছে। আর এসব দুঃখ নিয়েই নির্মিত হবে সিনেমা।

বিভিন্ন দেশের নানা মানুষের দুঃখ নিয়ে লন্ডন ভিত্তিক স্বাধীন নির্মাতা আরমান আলী নির্মাণ করবেন পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র ‘হরেক রকমের দুঃখ’। এর ইংরেজি নাম ‘Shades of Sadness’। এতে বিভিন্ন দেশের নানা মানুষের দুঃখ লিপিবদ্ধ করা হবে। আর সেই কারণে নির্মাতা সাধারণ মানুষের কাছে তাদের দুঃখের গল্প আহ্বান করেছেন।

বলেছেন, ‘নিজ ভাষায় আপনার জীবনের সব থেকে দুঃখের ঘটনাটি ভিডিও ধারণ করে মোবাইলে অথবা ক্যামেরায় আমাদের কাছে পাঠিয়ে দিন। যারা নিজেদের চেহারা দেখাতে চান না, তারা ছায়ার ভিডিও বা রাস্তার ভিডিও ধারন করে গল্পটি শেয়ার করুন। আমরা সেসব দুঃখের ঘটনা নিয়েই সিনেমা নির্মাণ করব।’

নির্মাতা আরমান আলী জানান, দুঃখের ঘটনাগুলো https://shorturl.at/FJlrF এই ঠিকানায় পাঠাতে হবে।