পূর্বধলায় একদিনে ২ লাশ উদ্ধার, আত্মহত্যায় মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ১১:১৫
শেয়ার :
পূর্বধলায় একদিনে ২ লাশ উদ্ধার, আত্মহত্যায় মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় একই দিনে ২ ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পৃথক এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্থানীয়দের মধ্যে।

আজ বুধবার ভোরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামে প্রথম ঘটনাটি ঘটেছে। স্থানীয় আনিসুজ্জামান সোহেলের ফিশারির পশ্চিম পাশে একটি জামগাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বোরহান উদ্দিন ওরফে বিল্লাল (১৮) নামের এক তরুণের মরদেহ। তিনি ওই গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে। ভোরে ফিশারির পাহারাদার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাত কারণে তিনি আত্মহত্যা করেছেন।

অপর ঘটনাটি ঘটেছে একই দিন ভোরে উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামে। নিজ বাড়ির বারান্দার লোহার অ্যাঙ্গেলে নাইলনের রশি দিয়ে আত্মহত্যা করেন জয়চরণ বিশ্বাস (৭৩)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে তার ঘরের আলমারি ও ট্রাঙ্ক থেকে প্রায় ৬৫ হাজার টাকা চুরি হয়ে যায়। টাকার কষ্ট ও পারিবারিক অশান্তিতে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘উভয় ঘটনার বিষয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।’