ঢাকার বায়ুমানে উন্নতি, অবস্থান কত?
রাজধানী ঢাকায় টানা কয়েক দিনের বৃষ্টির ফলে বাতাসে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস।
আজ বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, ঢাকার একিউআই স্কোর ৮৩, যা সহনীয় মানদণ্ডে পড়ে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান উঠে এসেছে ১২তম।
এ ছাড়া আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ১৬৭ স্কোরে এই শহরের বাতাস অস্বাস্থ্যকর। ১৫২ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে উগান্ডার শহর কাম্পালা। এই শহরটির বাতাসও অস্বাস্থ্যকর।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তালিকায় ১৪০ স্কোরে তৃতীয় অবস্থানে উঠে এসেছে কাতারের দোহা। এ ছাড়া ১৩২ স্কোরে চতুর্থ অবস্থানে ভারতের দিল্লি ও ১১৪ স্কোরে ইন্দোনেশিয়ার বাটাম পঞ্চম অবস্থানে উঠে এসেছে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?