ভিন্ন উপলব্ধি ঐশ্বরিয়ার

বিনোদন সময় ডেস্ক
২০ আগস্ট ২০২৫, ০০:০০
শেয়ার :
ভিন্ন উপলব্ধি ঐশ্বরিয়ার

এখন ইন্টারনেটের যুগ। সোশ্যাল মিডিয়া অনেকেরই নিত্যসঙ্গী। মানুষের সামাজিক মর্যাদাও নির্ধারিত হয় সামাজিক মাধ্যমে। ‘লাইক আর কমেন্ট’ই আত্মস্বীকৃত আত্মমর্যাদা গড়ে তোলে। যদিও এই বিষয়ে ভিন্ন উপলব্ধি ঐশ্বরিয়া রায় বচ্চনের। তার মতে, ‘আত্মমর্যাদা ভেতরের বিষয়। আমার আত্মসম্মান কোনোভাবেই সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত নয়।’

সম্প্রতি একটি প্রসাধনী ব্র্যান্ডের নতুন ভিডিওতে ঐশ্বরিয়া এমনটা জানান। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়া এখন মানুষের আত্মমূল্যায়নকে প্রভাবিত করছে এবং তা ক্রমেই বেড়ে চলেছে। অনেকেই লাইক আর কমেন্টের ওপর ভরসা করে স্বীকৃতি পেতে চান। কিন্তু সত্যিকারের মূল্যবোধ অনলাইন অনুমোদনের ওপর নির্ভর করা উচিত নয়।’

কেবল অভিনেত্রী হিসেবে নয়, একজন মা হিসেবেও বিষয়টি নিয়ে ঐশ^রিয়া উদ্বেগ প্রকাশ করেন। তিনি অনুরোধ করেছেন, অনলাইনে স্বীকৃতি খোঁজা বন্ধ করতে। অভিনেত্রী বলেন, ‘আত্মসম্মান মানুষের ভেতর থেকেই আসে, বাইরে থেকে নয়। সচেতনভাবে নিজের ভেতরে উত্তর খুঁজে নিতে হবে।’

ঐশ্বরিয়াকে সর্বশেষ দেখা গিয়েছিল মণিরত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান’-এ। এখনও তিনি নিজের পরবর্তী কোনো প্রজেক্ট ঘোষণা করেননি।