পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সেনবাগ উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বিবি মরিয়ম প্রকাশ ওহি (১১) ও সিদরাতুল মুনতাহা প্রকাশ ছহি (৬)। তারা রাজারামপুর গ্রামের কুয়েত প্রবাসী মো. বেলাল হোসেনের মেয়ে।
জানা গেছে, আজ সকালে ঘুম থেকে ওঠার পর দুই বোন বাড়ির পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য যায়। এরপর তারা ঘরে ফিরে না আসায় মা রাশেদা আক্তার খোঁজতে গিয়ে ঘাটে তাদের জুতা দেখতে পান। পরে চিৎকার শুনে স্থানীয়রা পুকুরে নেমে দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে সেবারহাটের একটি প্রাইভেট হাসপাতালে এবং পরে দাগনভূঞা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা দেলোয়ার হোসেন জানান,তার দুই ভাতিজির মধ্যে ওহি জয়নগর ওয়াজিদিয়া মাদ্রাসায় ৫ শ্রেণীর ছাত্রী এবং ছহি বাড়ির পাশে ধর্মপুর দারুল কোরআন হালিমিয়া নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী ছিল। তাদের ধারণা ছোট বোন পানিতে পড়ে ডুবে গেলে বড় বোন তাকে উদ্ধার করতে গিয়ে দুই জনই পানিতে ডুবে মারা যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান। পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। এ ঘটনায় সেনবাগ থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন