লাঠির আঘাতে চাচা নিহত, দুই যুবক গ্রেপ্তার
নওগাঁর আত্রাইয়ে লাঠির আঘাতে চাচা আজিজার রহমান (৬৮) নিহতের ঘটনায় দুই ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে নাটোরের সিংড়া উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন আত্রাই উপজেলার তেজনন্দী ভাটো পাড়া গ্রামের বাসিন্দা বাবু ও আলিম।
জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা আজিজার রহমানের সঙ্গে কথা কাটাকাটি হয় বাবু ও আলিমের। এ সময় ভাতিজাসহ কয়েকজন ব্যক্তির মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই আজিজার রহমান নিহত হন। পরে নিহতের ছেলে মুকুল হোসেন বাদী হয়ে আত্রাই থানায় ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই ভাতিজারা পালিয়ে যায়।
মামলার পরিপ্রেক্ষিতে আত্রাই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাটোর জেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে অভিযুক্ত বাবু ও আলিমকে গ্রেপ্তার করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, আজিজার রহমান নিহতের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। বাবু ও আলিমকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।