আধিপত্য নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে খাগকান্দা ইউনিয়নের বাহেরচর ও কাকাইলমোড়া গ্রামের বাসিন্দারা লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন।
পুলিশ জানায়, মামলা-মোকদ্দমা ও দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে বাহেরচর গ্রামের তোফাজ্জল, রহিম ও জাকারিয়ার নেতৃত্বাধীন গ্রুপ এবং কাকাইলমোড়া গ্রামের জসিম উদ্দিন, মনির ও মঞ্জুর হোসেনের নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় কাকাইলমোড়া গ্রামের জসিম উদ্দিন (৫৩), মনির (৩৬), রনি (৩০), ফজলুল করিম (৪৮), মঞ্জুর হোসেন (৪০), সালমান খান ফামিন (১৫) ও মীম (১৬) গুরুতর আহত হন। এ ছাড়া উভয় গ্রামের বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় পুনরায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আড়াইহাজারে গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে ১০ জন আহত হয়।