বিএনপি নেতাকে ‘গলা কেটে হত্যার চেষ্টা’, যুবদল নেতাদের বিরুদ্ধে মামলা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৫, ১৬:৪৬
শেয়ার :
বিএনপি নেতাকে ‘গলা কেটে হত্যার চেষ্টা’, যুবদল নেতাদের বিরুদ্ধে মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দখল-চাঁদাবাজির প্রতিবাদ করায় চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ও তার ভাইকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে ইউনিয়ন যুবদল নেতাদের বিরুদ্ধে মামলা করেছেন সাহাব উদ্দিনের ছেলে শেখ ফরিদ।

জানা গেছে, গত রবিবার বিকেলে চরএলাহী ইউনিয়ন যুবদলের সদস্য ইব্রাহিম, ইসমাইল, ইমাম উদ্দিন সবুজ তোতা, সাব্বির ও বাহাদুরসহ ১০-১৫ জন সাহাব উদ্দিনকে ধারাল ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন। এ সময় তাকে বাঁচাতে তার ভাই বেলাল হোসেন এগিয়ে গেলে তাকেও আহত করা হয়। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান।

নোয়াখালী হাসপাতালে সাহাব উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গতকাল সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মাদ ফৌজুল আজিম বলেন,‘আজ সকালে শেখ ফরিদ ইউনিয়ন যুবদলের কয়েকজন নেতাসহ ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু করেছে পুলিশ।’