এবার পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প
বৈরি আবহাওয়া মোকাবিলায় বিপর্যস্ত পাকিস্তানে এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার আঘাত হানা এই ভূমিকম্পে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও খাইবার পাখতুনখোয়ার প্রদেশের একাধিক অঞ্চল কেঁপে উঠেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মিলেনি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ১৯০ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
চলতি মৌসুমে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান। বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ইতিমধ্যে ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সবশেষ দেশটির একটি প্রত্যন্ত গ্রামে মধ্যরাতে অল্প সময়ের মধ্যে প্রবল বর্ষণ ও পাহাড় থেকে বিশাল শিলা ভেঙে পড়ার পর নয়জনের প্রাণহানি এবং বেশ কিছু সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার থেকে পাকিস্তানের উত্তরে মুষলধারে বৃষ্টিপাতের ফলে বন্যায় পুরো গ্রাম ভেসে গেছে এবং এতে ভূমিধসের সৃষ্টি হয়। এতে করে প্রায় ২০০ জন এখনও নিখোঁজ রয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস