জাফলংয়ে পাথর লুটের ঘটনায় মামলা, আসামি ১৫১

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৫, ১৪:৩০
শেয়ার :
জাফলংয়ে পাথর লুটের ঘটনায় মামলা, আসামি ১৫১

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলং-এর জিরো পয়েন্ট থেকে পাথর লুটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

গতকাল সোমবার দিবাগত রাতে গোয়াইনঘাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোনায়েম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫১ জনের বিরুদ্ধে মামলা নং(২৯) দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭,৮, ও ৯ আগস্ট গভীর রাতে থেকে ভোর সকাল পর্যন্ত স্থানীয় চোরাকারবারীরা বারকি নৌকা ব্যবহার করে অবৈধভাবে পাথর উত্তোলন করে লুটপাট করে নিয়ে যায়। যার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলাটি গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাথর লুটের ঘটনায় তদন্তসাপেক্ষে দ্রুত জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

উল্লেখ্য, ২০১৫ সালে জাফলং-এর ১ হাজার ৪ শত ৯৩ বর্গকিলোমিটার এলাকাকে পরিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকা হিসেবে ঘোষণা করে তৎকালীন সরকার। এরপরেও সরকারি আইন অমান্য করে দীর্ঘদিন যাবত অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে একটি চক্র।