বৃদ্ধকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৫, ১৩:০২
শেয়ার :
বৃদ্ধকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

পটুয়াখালীর দশমিনায় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের কেদিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাজিব উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড পাকার মাথা এলাকায় মাহাবুব সরদারের ছেলে। তিনি পেশায় স্কেভেটর (ভেকু) চালক ছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেল চালিয়ে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরভুতম এলাকায় নিজ কর্মস্থল খেয়াঘাটে যাচ্ছিলেন রাজিব। কেদিরহাট এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে অজ্ঞাত এক বৃদ্ধ পড়লে দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক নিজের চলন্ত মোটরসাইকেলসহ সড়কের পাশে যান তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই খাদে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মইনুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম আমাদের সময়কে বলেন, ‘প্রাথমিক সুরতহাল শেষে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’