রণবীর সিংয়ের সিনেমার শুটিংয়ে বিপত্তি
রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ শুটিং আবারও বিতর্কের মুখে। কয়েকদিন আগেই নেপথ্য দৃশ্যে পাকিস্তানের পতাকা ব্যবহার নিয়ে শুরু হয়েছিল তীব্র সমালোচনা। এবার আরও বড় বিপত্তি। আউটডোর শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়লেন প্রায় একশো কলাকুশলী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। গতকাল রবিবার হঠাৎ ফিল্ম ইউনিটের লোকজনের মধ্যে অসুস্থতার উপসর্গ দেখা দেয়। পেট ব্যথা, মাথাব্যথা ও বমিতে দুর্বল হয়ে পড়েন অনেকে। এ সময় তড়িঘড়ি করে তাদের জম্মু ও কাশ্মীর রাজ্যের লেহ জেলার এক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোগীদের কেউই স্থানীয় নয়। তারা সকলেই একটি বলিউড ছবির শুটিং ইউনিটের সদস্য। চিকিৎসক নিশ্চিত করেছেন খাবারে বিষক্রিয়ার ফলে এ অবস্থা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
চিকিৎসক বলেন, ‘এটি স্পষ্টতই খাদ্যবিষক্রিয়ার ঘটনা। খবর পাওয়ার পরপরই আমরা সব বিভাগের চিকিৎসক ও কর্মীদের ডেকে নেই এবং পরিস্থিতি সামলাতে সক্ষম হই।’
জানা যায়, ঘটনার আগে ইউনিটের প্রায় ৬০০ জন সদস্য শুটিং লোকেশনে একসঙ্গে খাবার খেয়েছিলেন। খাদ্যবিষক্রিয়ার উৎস খুঁজে বের করতে নমুনা সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
শেষ খবর অনুযায়ী, সকল রোগীর অবস্থা স্থিতিশীল। অধিকাংশকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। খবর শুনে হাসপাতালে বেড়েছিল উৎসুক জনতার ভিড়। সামলাতে না পেরে খবর দেওয়া হয়েছিল পুলিশ।
‘ধুরন্ধর’ ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসে রণবীরের জন্মদিনে। ২ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে ভিন্ন রূপে দেখা যায় অভিনেতাকে। উস্কোখুস্কো চুল, রক্তাক্ত মুখ, জুতো থেকে দেশলাইয়ে আগুন ধরানোর প্রতিটি দৃশ্যে দক্ষতার ছাপ ছিল স্পষ্ট। ২০ বছরের ছোট সারার সঙ্গে রসায়ন জমেছিল বেশ।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’