প্রাণঘাতী ঢেউ ও স্রোতের হুঁশিয়ারি /

‘অ্যারিন’ এগোচ্ছে পূর্ব উপকূলে

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৫, ১১:২৪
শেয়ার :
‘অ্যারিন’ এগোচ্ছে পূর্ব উপকূলে

আটলান্টিক মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যারিন’। মায়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, চলতি সপ্তাহে এটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও স্রোতের ঝুঁকি তৈরি করতে পারে।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে- যদিও ঝড়টি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার আশঙ্কা নেই, তবে নর্থ ক্যারোলিনার আউটার ব্যাংকস এলাকায় উপকূলীয় প্লাবনের সতর্কতা দিয়ে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, আটলান্টিক মহাসাগরে ২০২৫ সালের প্রথম হারিকেন ‘অ্যারিন’। সোমবার রাতে এটি দুর্বল হয়ে ক্যাটাগরি-৩ এ নেমে আসে। এর আগে শনিবার শক্তি বাড়িয়ে ভয়ংকর ক্যাটাগরি-৫ এ পৌঁছেছিল অ্যারিন। তবে রবিবার সকালে তা কমে ক্যাটাগরি-৩ এ নেমে আসে এবং পরে দিনের শেষের দিকে আবার শক্তি ফিরে পায়।

সোমবার রাত ১১টা পর্যন্ত হারিকেনটির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ মাইল। ঝড়টির কেন্দ্র বারমুডার দক্ষিণ-পশ্চিমে প্রায় ৬৯০ মাইল এবং যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার কেপ হ্যাটেরাস থেকে প্রায় ৭৮০ মাইল দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি ঘণ্টায় ৮ মাইল বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল।

ক্যাটাগরি-৩ হারিকেন বলতে ১১১ থেকে ১২৯ মাইল গতিবেগের বাতাসকে বোঝায়, যা ভয়াবহ ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।