ওপার বাংলায় ঝড় তুলেছে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’
কলকাতায় ১৪ আগস্ট মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী অভিনীত ছবি ‘ধূমকেতু’। মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। সিনেমা হলগুলোতে শো পাওয়া নিয়ে বিতর্ক শুরু হলেও অনেক প্রতিরোধের পর হিন্দি ছবির সঙ্গে ৫০% শো ছিনিয়ে নিয়েছে ধূমকেতু। মুক্তির তিন দিনে ধূমকেতুর আয় ৭ কোটি ছাড়িয়ে। বক্স অফিস কালেকশন ভেঙে দিচ্ছে অতীতের সব বাংলা সিনেমার রেকর্ড। বলিউডের সিনেমা ‘ওয়ার ২’ এবং দক্ষিণী সিনেমা ‘কুলি’র সঙ্গে টেক্কা দিয়ে প্রথম দিনে ২.১০ কোটির ব্যবসা করে ‘ধূমকেতু’। দ্বিতীয় দিনে ৩.০২ কোটির ব্যবসা ও মাত্র তিন দিনেই সাত কোটির ব্যবসা করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক গড়ল ‘ধূমকেতু’।
ছবির এমন সাফল্যে দর্শককে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন সুপারস্টার দেব। ক্যাপশনে লেখেন, ‘বাংলা ছবির নতুন ইতিহাস গড়ার জন্য ধন্যবাদ।’
মুক্তির দিন প্রথম শো ছিল রাত ২টায়। ঘোষণা হওয়া মাত্রই শোটি হাউসফুল হয়ে যায়। দর্শকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। কলকাতা শহরে প্রথম শো শুরু হয় সকাল ৭টায়। সকাল ৬টা থেকেই অনুরাগীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে, দেব ও শুভশ্রীর নামে স্লোগান দিয়ে এবং ফুলের মালা দিয়ে তাদের প্রিয় তারকাদের বরণ করার জন্য জড়ো হতে শুরু করেন।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
শুধু কলকাতার রাস্তা নয়, সিনেমা হলগুলোতেও অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মুক্তির আগের রাতেই দেব সবাইকে অনুরোধ করেছিলেন, যেন কেউ ছবির কোনো গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ না করেন।
প্রথম দিনের শো শেষ হওয়ার পর দর্শকদের প্রতিক্রিয়া জানতে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকার ও অভিনেতা রুদ্রনীল ঘোষ সরাসরি সিনেমা হলে চলে যান। প্রযোজক রানা সরকার জানান, ছবিটি মুক্তির আগেই ২০০টিরও বেশি শো হাউসফুল হয়ে যায়। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে গত ২৪ ঘণ্টায় ২০,০০০-এর বেশি টিকিট বিক্রি হয়েছে। টিকিট বিক্রির দিক থেকে ছবিটি বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করেছে।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা
দেব ও শুভশ্রীকে নিয়ে প্রেমের গুঞ্জন ছিল। দশ বছর পর এই সিনেমার কারণে দেখা গেছে তাদের আবার একসঙ্গে। এতে দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়। এদিকে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রযোজক রানা সরকার মন্ত্রণালয় বরাবর আবেদন করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এমন ইঙ্গিত দিয়েছেন।