বিপিএল নিয়ে নয়ছয়
সুন্দর ও গোছালোভাবে বিপিএলের এগারোতম আসর আয়োজনের পরিকল্পনা করেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি চেষ্টাও করেছিলেন। তবে যেমনটা চেয়েছিলেন তেমনভাবে আয়োজন করা সম্ভব হয়নি। সাত দলÑ ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হয়েছিল বিপিএল। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি চিটাগং কিংস ও ফরচুন বরিশালের মধ্যেকার ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নেমেছে। ভেন্যু ছিল ঢাকা, সিলেট ও চট্টগ্রাম।
বিপিএল শুরুতেই হোঁচট খেয়েছে মিরপুরে। টিকিট না পেয়ে উত্তেজিত দর্শকরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেট ভাঙচুর করেছিলেন। বিপিএল ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনোই ঘটেনি। মাঠেও বেশ কিছু ম্যাচকে ঘিরে ফিক্সিংয়ের গুঞ্জন ডালপালা মেলেছিল।
বেশ কিছু ক্রিকেটারকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল। বিতর্কে নাম লিখিয়েছিল দুই-একটি ফ্র্যাঞ্চাইজিও। বিশেষ করে চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী ছিল এই তালিকার শীর্ষে। বন্দরনগরীর দল চিটাগং। নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের পাওনা নির্ধারিত সময়ে পরিশোধ করেনি তারা।
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
দলটির ওপেনার পারভেজ ইমনকে পারিশ্রমিক না দিয়ে উল্টো দলটির কর্ণধার সামির কাদের বলেছিলেন, ‘আমার টাকা তো গাছে ধরে না...’ যেটি ছিল সবচেয়ে আলোচিত। দুর্বার রাজশাহী হোটেল ভাড়া পরিশোধ করতে পারেনি। খেলোয়াড়দের চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না দেওয়ায় একটি ম্যাচে বিদেশি ছাড়াই মাঠে নেমেছিল দুর্বার রাজশাহী।
বিপিএলের বাইলজ অনুযায়ী একটি ম্যাচে একটি দলের হয়ে সর্বোচ্চ চার বিদেশি ক্রিকেটার খেলতে পারবে। সঙ্গে বাধ্যবাধকতাÑ সর্বনিম্ন দুই বিদেশি খেলোয়াড়কে এক ম্যাচে খেলাতেই হবে। তবে ২৭ জানুয়ারি রংপুর রাইডার্স ম্যাচে বিদেশি ছাড়াই মাঠে নেমেছিল রাজশাহী।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র
বিপিএলের এগারোতম আসরে বেশ কয়েকটি ম্যাচ ফিক্সিংয়ের জন্য সন্দেহের তালিকায় রেখেছিল আকসু। এমনকি ১০ ক্রিকেটার এর সঙ্গে জড়িত বলেও সন্দেহ প্রকাশ করা হয়েছিল টুর্নামেন্ট চলাকালে। ইতোমধ্যে বিপিএলের এগারোতম আসরের স্পট ফিক্সিং তদন্তে বিসিবির গঠিত তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি তাদের কাজ শেষ করেছে। সেই কমিটির প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার। কমিটির অপর দুই সদস্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম। বর্তমান সভাপতি আমিনুল ইসলামের কাছে আগামী সপ্তাহখানেকের মধ্যে তারা সেই তদন্ত রিপোর্ট জমা দেবেন। জানা গেছে তদন্তে ১০-১২ অভিযুক্ত ক্রিকেটারের নাম উঠে এসেছে। এর মধ্যে জাতীয় দলের সদস্যও আছেন। দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে সর্বশেষ বিপিএলে স্পট ফিক্সিংয়ের মতো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে নিশ্চিত হয়েছে কমিটি।
ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে শেষ হয়েছে বিপিএল। তবে এখনও তার রেশ রয়েই গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবিতেও পরিবর্তনের হাওয়া বয়ে যায়। নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর বোর্ড সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। তার সময়ে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের এগারোতম আসর। ক্রিকেটসংশিষ্ট অনেকে মনে করেন, ফারুক আহমেদের ব্যর্থতার কারণেই বিপিএলের এগারোতম আসর সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি! স্পট ফিক্সিং, ফ্র্যাঞ্চাইজির কাছে বিসিবির পাওনার মতো ঘটনাগুলো নিয়ে মাঝেমধ্যেই খবরের শিরোনামে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট। এই রেশ যে সহজেই শেষ হবে না, তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন:
বিপাকে আলভেস