অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে কমিউনিটি পুলিশের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
১৮ আগস্ট ২০২৫, ১৪:২৭
শেয়ার :
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে কমিউনিটি পুলিশের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ফুলতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ জনু (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার ভোররাতে পৌরসভার ৩নং ওয়ার্ড ফুলতলা সড়কের স্বপ্নপুরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জনু উপজেলার কৈয়ারবিল ইসলাম নগরের বাসিন্দা। তিনি চকরিয়া পৌরসভার কমিউনিটি পুলিশে কর্মরত ছিলেন।

নিহতের স্বজনরা জানান, চাকরিতে তিন দিন ছুটি থাকায় অটোরিকশা চালাতে গিয়ে এ ঘটনা ঘটেছে। তবে তার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। 

স্থানীয়রা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ঘটনাস্থল থেকে মোহাম্মদ জনুকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইয়াছিন মিয়া বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে তার মৃত্যু হয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।