হিমির অভিযোগে লেজার ভিশনের দুঃখপ্রকাশ
প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অভিনেত্রীদের ছবির সঙ্গে ‘আপত্তিকর জোকস’ লেখে ফটোকার্ড প্রচারের অভিযোগ তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তার দাবি- বিনা অনুমতিতে প্রযোজনা সংস্থাটি নিজেদের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ জোকস লিখে প্রচার করছে। হিমির এমন অভিযোগ আমলে নিয়ে দুঃখপ্রকাশ করেছে লেজার ভিশন কর্তৃপক্ষ।
গতকাল রবিবার দিবাগত রাতে ফেসবুকের এক পোস্টে প্রযোজনা সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ এনে অভিনেত্রী লিখেছেন, ‘লেজার ভিশন লিমিটেড, আপনাদের ভিউ/ ডলারের দরকার হলে ভালো নাটক বানান, নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে “কুরুচিপূর্ণ মনগড়া জোকস” লিখে পোস্ট করেন? আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে। আমি কোনো নাটকে এ ধরনের ডায়লগ বলিনি, আপনাদের পোস্টে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক। দয়া করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন।’
অভিনেত্রীর অভিযোগ ইতিমধ্যেই আমলে নিয়েছে লেজার ভিশন কর্তৃপক্ষ। তারা ফেসবুক থেকে আপত্তিকর সংলাপ লেখা সব ফটোকার্ড সরিয়ে নিয়েছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
দুঃখপ্রকাশ করে সামাজিকমাধ্যমে জনপ্রিয় জুটি জান্নাতুল সুমাইয়া হিমি ও নিলয় আলমগীরকে মেনশন করে লেজার ভিশন লিখেছে, ‘আমরা লেজার ভিশন সবসময়ই পরিচ্ছন্ন ও রুচিশীল কাজের ব্যাপারে সতর্ক থাকি এবং সকল শিল্পী-কলাকুশলী সবাইকে আমরা সম্মানের চোখে দেখি! সময়ের দর্শকনন্দিত অভিনেত্রী হিমি আপনি আমাদের অনিচ্ছাকৃত এ ভুলের কারণে যদি দুঃখ পেয়ে থাকেন, তাতে আমরা আন্তরিকভাবে লজ্জিত ও দুঃখিত। আগামীতে এ ধরনের ভুল ইনশাআল্লাহ আর কখনও হবে না!’
এই পোস্টের মন্তব্যঘরে লেজার ভিশনকে ধন্যবাদ জানিয়েছেন নিলয় আলমগীর। অন্যদিকে, অভিযোগ তোলা পোস্টে আপত্তিকর সব ফটোকার্ড লেজার ভিশন কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে বলে জানান হিমি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট