বৃষ্টিতে ভেসে গেল সাকিবদের ম্যাচ

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৫, ১২:৫৫
শেয়ার :
বৃষ্টিতে ভেসে গেল সাকিবদের ম্যাচ

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস আগের দিনের জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল। গ্যালারিতে ছিল ঘরের দর্শকদের সমর্থনও। কিন্তু খেলার আনন্দে ছন্দপতন ঘটাল বৃষ্টি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের মুখোমুখি হওয়ার কথা ছিল সেন্ট লুসিয়া কিংসের সঙ্গে। তবে প্রাকৃতিক দুর্যোগে ম্যাচটি শুরুই করা সম্ভব হয়নি। ফলে দুই দলই পায় একটি করে পয়েন্ট।

সাকিব আল হাসান এই ম্যাচেও একাদশে ছিলেন। তবে প্রথম দুই ম্যাচে ব্যাট ও বলে সেভাবে অবদান রাখতে না পারা এই অলরাউন্ডারের ছন্দে ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো ম্যাচ পরিত্যক্ত হওয়ায়।

দিনের আগের ম্যাচে রানবন্যা দেখা গিয়েছিল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে কলিন মানরো খেলেন ৫৭ বলে ঝড়ো ১২০ রানের ইনিংস। তাদের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ২৩১ রান। রান তাড়ায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস সংগ্রহ করে ২১৯ রান, তবু হার এড়াতে পারেনি।

দিনের দ্বিতীয় ম্যাচ ছিল অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। এখানকার উইকেট রানবন্যার জন্য পরিচিত না হলেও দর্শকদের আশা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচের। বহু সময় অপেক্ষার পর স্থানীয় সময় রাত ৮টায় টস অনুষ্ঠিত হয়। ম্যাচ নেমে আসে ১৯ ওভারে।

অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এবং জানান, তারা প্রতিপক্ষকে ১৩০-১৪০ রানের মধ্যে আটকে রাখতে চান।

কিন্তু খেলা শুরু হওয়ার আগেই ফের নামে বৃষ্টি। মাঠ শুকানোর চেষ্টার মাঝেই সময় পার হয়ে যায়। একপর্যায়ে আয়োজকেরা জানিয়ে দেন, ম্যাচ আর মাঠে গড়াচ্ছে না।

এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা। পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টে তিন ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট।

সাকিব প্রথম ম্যাচে করেন ১৬ বলে ১১ রান এবং দ্বিতীয় ম্যাচে ১৩ বলে ১৩ রান। দুই ম্যাচে এক ওভার করে বোলিং করলেও কোনো উইকেট পাননি। টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন আর মাত্র দুইটি উইকেট।

সাকিবদের পরবর্তী ম্যাচও এই মাঠে, বৃহস্পতিবার (বাংলাদেশ সময় ভোর ৫টায়)। এ ম্যাচেই হয়তো দেখা যাবে সাকিবের উইকেট উৎসব।