অজ্ঞান পাইলট, ককপিটে বসে পরিবারকে বাঁচান ‘মিস্টার বিন’
মিস্টার বিন নামটি শোনেননি এমন মানুষের সংখ্যা পৃথিবীতে হয়তো হাতেগোনা কয়েকজন হবে। কেননা একজন অভিনেতা তার অভিনয় ক্ষমতার মাধ্যমে এই নামটিকে তৈরি করেছেন ব্র্যান্ড হিসেবে। আর এই ব্র্যান্ডের আড়ালে সেই অভিনেতার যে আসল নাম ঢাকা পড়ে গেছে, তা হচ্ছে রোয়ান অ্যাটকিনসন।
নব্বই দশক থেকে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন মিস্টার বিন। পর্দায় তিনি কমেডিয়ান হলেও বাস্তব জীবনে নায়কের মতোই বাঁচিয়েছিলেন নিজের পরিবারের জীবন। জীবনের ঝুঁকির মুহূর্তে কৌতুকের চরিত্র ছেড়ে প্রকৃত নায়ক হয়ে উঠেছিলেন অ্যাটকিনসন।
ঘটনাটি ঘটে কেনিয়ার আকাশে। প্রাইভেট বিমানে পরিবারকে নিয়ে ভ্রমনে যাচ্ছিলেন তারা। হঠাৎই পাইলট অচেতন হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে আতঙ্ক নেমে আসে। সেই মুহূর্তে অ্যাটকিনসন ককপিটে বসে বিমান নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই তিনি আকাশে ভেসে রাখেন বিমান। তার স্ত্রী চেষ্টা চালিয়ে যান পাইলটকে জাগাতে। অবশেষে কিছুক্ষণ পর পাইলট চেতনা ফিরে পান এবং বিমান নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
পর্দায় রোয়ান অ্যাটকিনসন সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে মিস্টার বিন চরিত্রটিতে। তবে কৌতুকাভিনেতা হিসেবে ছাড়াও সব প্লাটফর্মেই তার অভিনয় ছিল বেশ প্রশংসিত। কিন্তু জীবনের এই বাস্তব ঘটনাই প্রমাণ করে, তিনি শুধু কৌতুকাভিনেতা নন, সাহসিকতার বিরল দৃষ্টান্তও।
অ্যাটকিনসনকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্স সিরিজ ম্যান ভার্সেস বি–তে, যা বেশ জনপ্রিয় হয়েছিল। সামনে রয়েছে জনি ইংলিশ সিরিজের চতুর্থ কিস্তি। এছাড়া আসছে নতুন মিস্টার বিন অ্যানিমেটেড মুভি, যা দর্শকদের জন্য ভিন্ন মাত্রার বিনোদন নিয়ে হাজির হবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তবে জীবনের ঝুঁকির মুহূর্তে কৌতুকের চরিত্র ছেড়ে প্রকৃত নায়ক হয়ে উঠেছিলেন রোয়ান অ্যাটকিনসন। তার এই সাহসী সিদ্ধান্ত প্রমাণ করে—পর্দার বাইরে তিনি একজন অসাধারণ চরিত্র।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস