‘আপনি করলে আপনকীয়া, আমি করলে পরকীয়া’
টিভি নাটকের জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। যুক্তরাষ্ট্র থেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলছেন। বর্তমানে এই অভিনেত্রী দেশেই অবস্থান করছেন। এতদিন ব্যস্ততার কারণে অভিনয়ে এখন খুব একটা সময় দিতে পারেননি প্রভা। তবে এখন আবারও নিয়মিত হচ্ছে অভিনয়ে। আর সেসব তথ্য প্রভা নিজেই জানান তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।
অভিনয়ের পাশাপাশি ফেসবুকে বেশ সরব প্রভা। কাজের বাইরেও ব্যক্তিজীবনের নানা কথা তুলে ধরেন এই মাধ্যমে। ক’দিন আগে বাবা-মায়ের প্রতি অনুরোধ জানিয়ে প্রভা একটি পোস্ট দিয়েছিলেন। বলেছিলেন, অন্যদের কাছে সন্তানদের নিয়ে অভিযোগ বা সমালোচনা না করার।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আর এবার প্রভা লিখলেন, পরকীয়া নিয়ে। তবে কাকে ইঙ্গিত করে তার এমন পোস্ট- তা জানা যায়নি। গতকাল রবিবার এই অভিনেত্রী লিখেছেন, ‘আপনি করলে আপনকীয়া আর আমি করলে পরকীয়া!’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট