‘সুপারম্যান’ সিনেমার তারকা টেরেন্স স্ট্যাম্প আর নেই
ব্রিটিশ কিংবদন্তি অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই। ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
অভিনেতার পরিবরের পক্ষ থেকে রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রবিবার সকালে স্ট্যাম্প মারা গেছেন জানালেও কীভাবে তিনি মারা গেছেন তা পরিবার নির্দিষ্ট করেনি।
হলিউডের জনপ্রিয় ভিলেনদের তালিকা করলে ‘সুপারম্যান’ সিনেমার জেনারেল জড নামটা প্রথমদিকেই আসবে। আর সেই ভয়ংকর চরিত্রের নেপথ্যের মানুষ ছিলেন টেরেন্স স্ট্যাম্প।
ষাটের দশকের শুরুতে সুদর্শন, ড্যাশিং এই নায়ক প্রথম আলোচনায় আসেন ‘বিলি বাড’ (১৯৬২) সিনেমার মাধ্যমে, যা তাকে এনে দেয় অস্কার মনোনয়নও। পরের বছরগুলোতে একে একে দর্শকদের উপহার দেন ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, দ্য লাইমি, প্রিসিলা, কুইন অব দ্য ডেজার্টসহ অসংখ্য স্মরণীয় কাজ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তবে আসল খ্যাতি আসে ১৯৭৮ সালের ‘সুপারম্যান’ আর তার সিক্যুয়েল ‘সুপারম্যান-২’ দিয়ে। ‘নিল বিফোর জড’-এই সংলাপ একসময় ভক্তদের মুখে মুখে ফিরত।
টেরেন্স স্ট্যাম্পের জীবন শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তবেও ছিল রঙিন। একসময় প্রেম করেছিলেন ব্রিটিশ সুপারমডেল জিন শ্রিম্পটনের সঙ্গে, আবার জুটি বেঁধেছিলেন জুলি ক্রিস্টির সঙ্গে। এমনকি ভারতে দীর্ঘদিন কাটিয়েছেন যোগচর্চা আর আধ্যাত্মিক সাধনায়!
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
৬৪ বছর বয়সে ২০০২ সালে প্রথমবার তিনি বিয়ে করেন। তবে দাম্পত্য টিকেছিল মাত্র ছয় বছর।
পরিবারের ভাষ্য, অভিনেতা ও লেখক হিসেবে টেরেন্স স্ট্যাম্পের রেখে যাওয়া কাজ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।