দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়বৃষ্টির আভাস
দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য একটি সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া অফিস।
সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে, আবহাওয়ার আরেকটি পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই সন্ধ্যা পর্যন্ত দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েক দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। বজ্রপাত ও ভারী বর্ষণের ঝুঁকি থাকায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তারা। বিশেষ করে, নদী পথ ব্যবহারকারী ও উপকূলবর্তী অঞ্চলের মানুষদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?