সিরিয়ায় খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ৫০০ সেনা
সিরিয়ার আলেপ্পো প্রদেশে একটি সেনা ক্যাম্পে খাদ্যে বিষক্রিয়ায় প্রায় ৫০০ সেনা অসুস্থ হয়ে পড়েছেন। গত শুক্রবার তার অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছে তুর্কি বার্তা সংষ্থা আনাদোলু এজেন্সি।
বার্তসংস্থাটি জানায়, দারাত ইজ্জা এলাকার একটি সেনাঘাঁটিতে সেনাদের মধ্যে বমি, বমিভাব ও দুর্বলতার মতো লক্ষণ দেখা দিলে তাদের দ্রুত আল-কিনানা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা আলেপ্পোর স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সব রোগীর অবস্থা স্থিতিশীল এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস