হত্যাচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ মাহেদুল আলমকে হত্যাচেষ্টার মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজ্জাকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার দুপুরে রংপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল আদালতের বিচারক আবু রায়হান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায় উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ মাহেদুল আলমের সঙ্গে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজ্জাকুর রহমানের সঙ্গে দ্বন্দ্ব চলমান। এরই জেরে গত শুক্রবার বিকেলে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের সদরপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজ্জাকুর রহমান নেতৃত্বে হামলা চালায় মমিনুলসহ অজ্ঞাতনামা দূর্বৃত্তরা। এ সময় অধ্যক্ষ মাহেদুলকে বেধড়ক মারধর করে হত্যাচেষ্টা চালিয়ে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় ও তার জমি বন্ধকের পঁচানব্বই হাজার পাঁচশত টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এদিকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হয়ে রাতেই মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে অধ্যক্ষ মাহেদুল আলম। পরে মিঠাপুকুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করে।
বাদীপক্ষের আইনজীবি এডভোকেট হারুনুর রশিদ মনু জানান, মিঠাপুকুর থানায় অধ্যক্ষ মাহেদুল আলমের দায়ের করা মামলায় আসামি আব্দুল মমিন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজ্জাকুর আদালতে জামিনের আবেদন করলে বিচারক আব্দুল মমিনের জামিন মঞ্জুর করে অপর আসামি ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজ্জাকুর রহমানকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।