কুয়েতে মদ খেয়ে ২৩ জনের মৃত্যু, ‘হোতা’ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২৫, ২০:০৯
শেয়ার :
কুয়েতে মদ খেয়ে ২৩ জনের মৃত্যু, ‘হোতা’ বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে স্থানীয়ভাবে তৈরি মদ খেয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের হোতা একজন বাংলাদেশি নাগরিক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, কুয়েতে মদ আমদানি ও তৈরি করা নিষেধ। তবে অবৈধভাবে কিছু চক্র এই কাজ করে যাচ্ছে। তেমন মদের বিষক্রিয়ায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এরপই চক্রকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই ঘটনায় ১৬০ জন অসুস্থ হয়ে পড়েছে, তাদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগেই এশিয়ার নাগরিক।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই চক্রের হোতা একজন বাংলাদেশি নাগরিক।