ভারত থেকে এল ১২৫ মেট্রিক টন পেঁয়াজ
৮ মাস বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। আজ রবিবার দুপুর আড়াইটার দিকে ভারতের মহদিপুর বন্দর হয়ে ১টি ট্রাকে ২৫ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধায় ৪টি ট্রাকে আরও ১০০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে।
বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিডেটের ম্যানেজার মাইনুল ইসলাম।
তিনি জানান, দীর্ঘ ৭ থেকে ৮ মাস পরে ভারত থেকে ৫টি ট্রাকে ১২৫ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশের সোনামসজিদ স্থল বন্দরে আসে। তবে, দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবারও সোনামসজিদ স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে এটা ভাল দিকে।
ব্যবসায়ীরা বলছেন, প্রায় ৭ থেকে ৮ মাস আগে ভারত সরকার বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দরে দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়। তবে আবার পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে।