মাদকের সঙ্গে জড়িত কর্মীকে পুলিশে দিল বিএনপি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ১৬:৫৬
শেয়ার :
মাদকের সঙ্গে জড়িত কর্মীকে পুলিশে দিল বিএনপি

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জীবন হোসেন নামে এক কর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএনপির স্থানীয় নেতারা। আজ রবিবার বেলা ১১টার দিকে তাকে থানায় হস্তান্তর করা হয়।

জীবন হোসেন কালীগঞ্জ উপজেলার ফারাশপুর গ্রামের বাসিন্দা। সে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

বিএনপির নেতারা জানান, সম্প্রতি ইয়াবা কেনাবেচা নিয়ে জীবনের একটি অডিও তাদের কাছে আসে। যাচাই-বাছাই শেষে সত্যতা মেলায় জীবনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল বলেন, ‘জীবন হোসেন মাদক কেনাবেচা নিয়ে তার একটি অডিও গতকাল শনিবার আমাদের কাছে আসে। সেখানে সে বিএনপি কর্মী বলে নিজেকে দাবি করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশে আজ তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। সঠিক প্রমাণ থাকলে মাদক ও চাঁদাবাজদের নিজেরাই আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করব। কোনো মাদক কারবারি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কোনো সুযোগ নেই। মাদক ব্যবসায়ী যেই হোক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘জীবন নামে একটা ছেলেকে থানায় নিয়ে এসেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।’