ক্রিকেট ব্যাটে করে ইয়াবা পাচারের চেষ্টা, কক্সবাজার বিমানবন্দরে আটক ২

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
১৭ আগস্ট ২০২৫, ১৪:৫২
শেয়ার :
ক্রিকেট ব্যাটে করে ইয়াবা পাচারের চেষ্টা, কক্সবাজার বিমানবন্দরে আটক ২

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতর বিশেষ কৌশলে লুকানো ৫ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটকদের একজন বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।

আজ রবিবার সকাল ১০টার দিকে মালামাল তল্লাশির সময় তাদের আটক করা হয়। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটককৃতরা হলেন, মাদারীপুরের জাকির হোসেন (২৬) ও বরিশালের তানভীর আহমদ (৩০)। তাদের মধ্যে তানভীর বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।

ওসি ইলিয়াস খান জানান, তারা সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে বেলা ১১টা ২৫ মিনিটের দিকে ঢাকাগামী ইউএস-বাংলা ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তল্লাশির অংশ হিসেবে তাদের মালামাল স্ক্যানিং করা হলে ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।