ফারুকীর চিকিৎসার সর্বশেষ খবর জানালেন তিশা

বিনোদন প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৫, ১৪:০৭
শেয়ার :
ফারুকীর চিকিৎসার সর্বশেষ খবর জানালেন তিশা

হাসপাতালে ভর্তি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। চার দিনের সরকারি সফরে কক্সবাজারে গিয়ে গতকাল শনিবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতেই জরুরিভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় নির্মাতাকে। এই খবরে নির্মাতা-উপদেষ্টার শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা বেশ উদ্বিগ্ন।

গতকাল রাতে ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানিয়েছিলেন, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফারুকী এবং তিনি শঙ্কামুক্ত। এবারও স্বামীর শারীরিক অবস্থার সবশেষ খবর জানালেন তিশা।

হাসপাতালে চিকিৎসকদের বোর্ড মিটিংয়ের পর ফারুকীর চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। আজ রবিবার দুপুরে সামাজিকমাধ্যমের এক পোস্টে তিনি বলেন, ‘আজ বেলা ৩টার সময় হসপিটালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পরে জানানো সম্ভব হবে যে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।’

এর আগে এক ফেসবুক পোস্টে তিশা জানান, কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন মোস্তফা সরয়ার ফারুকী। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

এদিকে কক্সবাজারের সিভিল সার্জন মোহাম্মদুল হক জানান, ফুড পয়েজনিংয়ের কারণে উপদেষ্টার ডিহাইড্রেশন হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে।