ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন

অনলাইন ডেস্ক
১৭ আগস্ট ২০২৫, ১৩:২৩
শেয়ার :
ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন

ধানমন্ডি ৩২ থেকে আটক হওয়া মো. আজিজুর রহমান (২৭) নামের এক রিকশাচালককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ এলাকা থেকে আজিজুর রহমানকে আটক করা হয়। পরদিন ১৬ আগস্ট ধানমন্ডি থানায় এপ্রিল মাসে রুজুকৃত একটি নিয়মিত মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে ডিএমপি বলছে, আটক আজিজুর রহমানকে হত্যামামলার আসামি করা হয়েছে, এমন প্রচার মিথ্যা ও উদ্দেশ্যমূলক। বিষয়টি পেনাল কোডের একটি নিয়মিত মামলা। তবে বিভিন্ন মাধ্যমে ভুলভাবে ‘হত্যা মামলা’ হিসেবে প্রচার করা হচ্ছে।

ডিএমপি আরও জানায়, এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।