ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, আহত অনেকে
ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসিতে আজ রবিবার ভোরে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। এ সময় আশপাশের এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। এতে অন্তত ২৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান এবং জরুরি তল্লাশি অভিযান চালাচ্ছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস