ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, আহত অনেকে

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২৫, ১২:৫২
শেয়ার :
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, আহত অনেকে

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসিতে আজ রবিবার ভোরে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। এ সময় আশপাশের এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। এতে অন্তত ২৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান এবং জরুরি তল্লাশি অভিযান চালাচ্ছেন।