ব্যাটে-বলে নিষ্প্রভ সাকিবের ৫০০’র অপেক্ষা বাড়ল

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২৫, ১১:৫৮
শেয়ার :
ব্যাটে-বলে নিষ্প্রভ সাকিবের ৫০০’র অপেক্ষা বাড়ল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এখনো নিজের চেনা ছন্দে ফিরতে পারেননি সাকিব আল হাসান। ব্যাটে-বলে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচেও উইকেটশূন্য ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। ব্যাট হাতে জীবন পেয়েও খেলতে পারলেন না ইনিংস গড়ার মতো কিছু।

তবে ব্যক্তিগত পারফরম্যান্সে ভাটা থাকলেও জয় পেয়েছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। বাংলাদেশ সময় রবিবার সকালে বার্বাডোজ রয়্যালসকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

দলের ১৫তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। প্রথম তিন বল ভালোই করেছিলেন—দেন মাত্র ২ রান। তবে এরপরের তিন বলেই চিত্র বদলে যায়। ডি কক মারেন এক চার, পাওয়েল ওভারের শেষ বলে হাঁকান বিশাল ছক্কা—স্টেডিয়ামের ছাদে! ওই এক ওভারেই ১৪ রান খরচ হয়, এরপর আর বল হাতে পাননি সাকিব।

ব্যাটিংয়ে সুযোগ পান চার নম্বরে। ১৩ বলে করেন ১৩ রান। একবার জীবন পেয়েছিলেন ৮ রানে, কিন্তু সেটি কাজে লাগাতে ব্যর্থ হন। মুজিব উর রহমানের বলে বড় শট খেলতে গিয়ে ধরা পড়েন লং অনে। একটি মাত্র বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকে।

সাকিব এই আসরে শুরু করেছিলেন ৪৯৮ উইকেট নিয়ে, তবে দুই ম্যাচেও মাইলফলক স্পর্শ হয়নি। টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের অপেক্ষা এখনো অব্যাহত।

বার্বাডোজ রয়্যালস প্রথমে ব্যাট করে তোলে ১৫১ রান। ওপেনার কুইন্টন ডি কক করেন ৪৫ বলে ৫৭ রান, অধিনায়ক রভম্যান পাওয়েল অপরাজিত থাকেন ২৪ বলে ৫১ রানে।

অ্যান্টিগার হয়ে দুটি করে উইকেট নেন জেডেন সিলস ও ওবেড ম্যাককয়। একটি করে পান ইমাদ ওয়াসিম ও গাজানফার।

জবাবে ব্যাটিংয়ে নেমে অ্যান্টিগা শুরুর ধাক্কা কাটিয়ে এগোয় ধীরে ধীরে। সাকিব আউট হওয়ার পর এক সময় ৬ ওভারে প্রয়োজন পড়ে ৬২ রান।

এই কঠিন পরিস্থিতিতে জ্বলে ওঠেন যুক্তরাষ্ট্রের ব্যাটার কারিমা গোরে। ১৯ ও ৩৭ রানে দুইবার জীবন পাওয়া এই ব্যাটার ৫৩ বলে ৬৪ রানে অপরাজিত থেকে জিতিয়ে ফেরেন দলকে। তাকে সহায়তা করেন ইমাদ ওয়াসিম (১৬ রান) ও ফ্যাবিয়ান অ্যালেন।

শেষ দিকে ১৪ বলে দরকার ছিল ২৬ রান, তখন ইথান বশকে টানা দুই ছক্কায় চাপে ফেরান গোরে। আর পরের ওভারে ড্যানিয়েল স্যামসকে ছক্কা মেরে ম্যাচ প্রায় নিশ্চিত করে দেন ফ্যাবিয়ান অ্যালেন। শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান, সেটি তুলে নেয় ফ্যালকনস দুই বল হাতে রেখেই।

প্রথম ম্যাচেও এক ওভারে উইকেটশূন্য ছিলেন সাকিব, ব্যাট হাতে করেছিলেন মাত্র ১১ রান। দ্বিতীয় ম্যাচেও চিত্র বদলায়নি। সবশেষ পাঁচ ম্যাচে মাত্র ১ উইকেট, আর সর্বশেষ ১৬ ইনিংসে এসেছে মাত্র একটি ফিফটি।

সাকিবদের পরবর্তী ম্যাচ সোমবার (বাংলাদেশ সময়) ভোর ৫টায়। সেই ম্যাচে কি তিনি ছুঁতে পারবেন ৫০০ উইকেটের ঐতিহাসিক মাইলফলক? উত্তর জানার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।