বঙ্গবন্ধু আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না: কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ১০:৩৯
শেয়ার :
বঙ্গবন্ধু আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, শেখ হাসিনাকে এক করে দেখবেন না।’

গতকাল শনিবার বিকাল ৫টায় ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষে স্মৃতি বিজরিত মাকড়াই নামক স্থান কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনার বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন, আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ নিয়ে মশকরা করবেন না। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে মশকরা করবেন না। বাংলাদেশ খেলার পুতুল না।’

কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর হক বীর( প্রতীক)।

সমাবেশ সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে যুদ্ধ করে আমরা বিজয়ী হয়েছিলাম। পরবর্তীতে আমরা মানুষের মূখে হাসি ফোটাতে পারিনি। আবার এদেশে যুদ্ধ হবে। সে যুদ্ধগুলো বারুদের নয়। সে যুদ্ধ চেতনার। এ চেতনার যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে।’

উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঘাটাইলের মাকড়াই নামক স্থানে পাক বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধ হয়। এ সময় ১১ নম্বর সেক্টরের (বেসামরিক) সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। এছাড়া সে সময় হাতেম নামে এক মুক্তিযোদ্ধা ঘটনাস্থলে শহিদ হন। পরবর্তীতে ১৬ আগষ্ট ঘাটাইলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত স্থানে ঐতিহাসিক মাকড়াই দিবস পালন করে আসছেন কাদেরিয়া বাহিনীর বীর মুক্তিযোদ্ধারা।