সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হঠাৎ অসুস্থ, এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

কক্সবাজার প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ২৩:৪৪
শেয়ার :
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হঠাৎ অসুস্থ, এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

কক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

আজ শনিবার রাত সাড়ে ১০টার পরপরই এয়ার এ্যাম্বুলেন্সটি কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বলে নিশ্চিত করেছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) ইমরান হোসাইন সজীব।

এর আগে সংস্কৃতি উপদেষ্টা সন্ধ্যা হোটেল ওশান প্যারাডাইজে অবস্থানকালে বুকে ব্যথা এবং উচ্চ রক্তচাপে অনুভব করার পর অসুস্থ হয়ে পড়ে বলে জানান তিনি।

ইমরান হোসাইন সজীব বলেন, 'সংস্কৃতি উপদেষ্টা শুক্রবার বিকেলে বিমান যোগে সরকারি সফরে কক্সবাজার পৌঁছান। এরপর তিনি রাত্রিযাপনের জন্য ওশান প্যারাডাইজে উঠেন। রোববার কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন অংশীজনদের নিয়ে দুই দিনব্যাপী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু এর আগেই শনিবার সন্ধ্যায় হোটেলে অবস্থানকালে সংস্কৃতি উপদেষ্টা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক ও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপ ভুগছেন। তবে অসুস্থতা তেমনটা জটিল না হলেও বিপদ এড়াতে ঢাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, 'রাত সোয়া ১০টার দিতে সংস্কৃতি উপদেষ্টা নিতে ঢাকা থেকে একটি এয়ার এম্বুলেন্স কক্সবাজার পৌঁছায়। এরপর রাত সাড়ে ১০টার পরপরই তাকে এয়ার এম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।'

এদিকে সংস্কৃতি উপদেষ্টার অসুস্থতার খবরে রোববার কক্সবাজারে আয়োজিত কর্মশালাটি স্থগিত করা হয়েছে বলে জ জানান ইমরান হোসাইন সজীব।