আমেরিকান সিরিজে বাংলাদেশের নায়িকা
প্রায় বছর খানেক ধরে কানাডায় আছেন চিত্রনায়িকা অধরা খান। অবসর কাটাতে মাঝে দেশ-বিদেশ ছুটে বেড়ালেও এবার বসে নেই মাতাল’খ্যাত এই চিত্রনায়িকা। বরং তালটা ঠিক ধরে রেখেছেন। কাজ করছেন একেবারে হলিউড অঙ্গনে। এরই মধ্যে যুক্ত হয়েছেন পাঁচটি টিভি সিরিজে।
সবশেষ অধরা কাজ করলেন হলিউডের খ্যাতনামা অভিনেতা ডনি ওয়ালবার্গের সঙ্গে। টিভি সিরিজের নাম ‘বোস্টন ব্লু’। পাওয়া গেল সেখানকার সেটের কিছু ছবিও। জানা যায়, আমেরিকার এ সিরিজের বেশিরভাগ অংশ শুটিং হয়েছে কানাডায়।
সিরিজটি নিয়ে সরাসরি কথা বলতে চাননি অধরা খান। জানালেন, বেশ কিছু ভালো কাজে যুক্ত আছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নায়িকার কথায়, ‘কানাডায় যেহেতু আমার ওয়ার্ক পারমিট আছে, তাই কিছু এজেন্সিতে সিভি জমা দিয়েছিলাম। এখানকার আর্টিস্ট ম্যানেজমেন্টের কাজগুলো এই এজেন্সিগুলোই করে। তাই খুব একটা বেগ পেতে হয়নি। এটা বুঝি, এশিয়ান চরিত্রের প্রয়োজন হলে আমার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।’
জানা গেছে, কানাডায় যাওয়ার অধরা আরও কাজ করেছেন ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার সিজন-৩’, ‘ডলহাউস’, ‘স্টার্লিং পয়েন্ট’ ও ‘নেভারম্যান’ সিরিজে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এর মধ্যে বোস্টন ব্লু সিরিজটি ‘ব্লু ব্লাডস’ সিরিজের স্পিনঅফ হিসেবে নির্মিত হয়েছে। ‘ব্লু ব্লাডস’ ছিল পুলিশ নাট্যধর্মী সিরিজ, যা ১৪ মৌসুম ধরে সম্প্রচারিত হয়। এই সিরিজের মূল চরিত্রে আছেন ডনি ওয়ালবার্গ, যিনি এনওয়াইপিডি’র অফিসার ড্যানি রেগান চরিত্রে অভিনয় করেন। অধরা এখানে গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায় আছেন।
অফিশিয়াল তথ্য মতে, বোস্টন ব্লু’র শুটিং কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হচ্ছে। তবে সিরিজের কিছু অংশ বোস্টনে শুট করার পরিকল্পনা রয়েছে, যেন স্থানীয় পরিবেশের সাথে সামঞ্জস্য বজায় থাকে। সিরিজটির প্রথম পর্ব সম্প্রচার হবে চলতি বছরের ১৭ অক্টোবর।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’