স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে দুধ দিয়ে গোসল করলেন সাইফুল

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ২১:৫৮
শেয়ার :
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে দুধ দিয়ে গোসল করলেন সাইফুল

পারিবারিক অশান্তি ও কলহের জেরে স্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে দুধ দিয়ে গোসল করেছেন সাইফুল শেখ (৪৫)। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের খোন্দকারপাড়া দরগার শরীফের সামনে এই ঘটনা ঘটে।

সাইফুল ওই গ্রামের বিল্লাল শেখের ছেলে। তিনি বাটিকামারী বাজারে সিমেন্ট, বালুসহ স্যানিটারির ব্যবসা করেন। আর স্ত্রী রোজিনা বেগম গৃহিণী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ভাঙ্গা উপজেলার ছোট মুসকুন্নি গ্রামের আদম আলী শেখের মেয়ে রোজিনা বেগমকে বিয়ে করেন সাইফুল শেখ। বিয়ের দুই বছর পর তাদের একটি ছেলে সন্তান হয়। দীর্ঘ প্রায় এক যুগের দাম্পত্যজীবনে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। পারিবারিক অশান্তির একপর্যায়ে গতকাল শুক্রবার বিকেলে সাইফুল শেখের সঙ্গে স্ত্রীর ছাড়াছাড়ি হয়। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি তার ১০ বছরের ছেলে মিনহাজ শেখকে নিয়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন।

সাইফুল বলেন, ‘আমার স্ত্রী আমার ছেলেকে প্রায়ই মারধর করত। বিয়ের পর থেকে সে অত্যাচার-নির্যাতন করত। ৮ মাস আগে স্ত্রীর চাপে আমি মা-বাবার থেকে আলাদা হয়ে যাই। তারপরও তার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠি। গতকাল স্থানীয়দের উপস্থিতিতে আমাদের বিচ্ছেদ হয়। এর মধ্য দিয়ে এক যুগের সংসারজীবনের একটি অধ্যায়ের অবসান হয়েছে। মুক্তির আনন্দে আজ ছেলেকে নিয়ে আমি দুধ দিয়ে গোসল করেছি।’

এ বিষয়ে মুকসুদপুর থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, ‘রোজিনা বেগম মারপিটের অভিযোগ আনেন স্বামী, শাশুড়ি ও দুই ননদের বিরুদ্ধে। এ ব্যাপারে গতকাল শুক্রবার দুই পক্ষ বসে মীমাংসা করেছে। মীমাংসার কাগজ ওই নারী জমা দিয়েছে।’