বিগত সময়ের এমপিরা সংসদে গান পরিবেশন করত: ছাত্রশিবির সভাপতি
আমরা দেখেছি বিগত সময় যারা এমপি হয়েছে তারা সংসদে গিয়ে গান পরিবেশন করত। আমাদের দেশের মানুষের কষ্টে উপার্জিত কোটি কোটি টাকার সংসদ যেখানে মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলার ছিল সেখানে মমতাজ গান গাইতো। এমন ব্যক্তি এমপি হয়েছিল, যাকে স্ক্রিপ্ট লিখে দেয়ার পরেও সেই স্ক্রিপ্ট দেখে পড়তে পড়তে তাদের দাঁত ভেঙে যাওয়ার মত অবস্থা হয়েছে। এমন ব্যক্তিরাই সমাজের এমপি হয়েছিল, নেতৃত্ব দিয়েছিল।
কুড়িগ্রামের উলিপুরে আজ শনিবার দুপুরে উলিপুর উন্নয়ন ফোরামের আয়োজনে মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্কুল ও মাদরাসার কৃতি শিক্ষার্থীদের এবং এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। বিগত ১৫ বছরে যে পরিমান লুটপাট বাংলাদেশ থেকে হয়েছে, যে পরিমান অর্থ বিদেশে পাচার করা হয়েছে তা থেকে চারবার বাজেট ঘোষণা করা যেত। একজন সামান্য সরকারি অফিসের পিয়ন ঢাকা শহরে ২০ তলা বিল্ডিং করে অট্রালিকা করে। আপনার আমার কৃষকদের উপার্জিত টাকা দিয়ে তারা এসব করেছে।
উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ্ হোসাইন আহমদ মেহেদী, কুড়িগ্রাম-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান, উলিপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মশিউর রহমান, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ২শ ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় তাদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া জেলা-উপজেলা জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ এবং শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।