সিলেটে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার
সিলেটে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আজ শনিবার সদর উপজেলার ধোপাগুল এলাকার স্টোন ক্রাশার মিল ও বিভিন্ন বাসাবাড়িতে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করে টাস্কফোর্স।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধোপাগুল এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স। এ সময় মহালধিক গ্রামে বসতবাড়ি ও ধোপাগুল এলাকার ক্রশার মিলে বালুমাটি দিয়ে ঢেকে রাখা অবস্থায় পাথরের সন্ধান মেলে। জব্দ পাথর সাদাপাথর এলাকায় ছড়িয়ে দেওয়া হবে।
অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের কর্মকতারাও উপস্থিত ছিলেন।
গত এক বছর ধরেই সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র থেকে পাথর তুলে নিয়ে যাওয়া হচ্ছে। গত সপ্তাহে টানা কয়েক দিন প্রকাশ্যে পাথর লুটপাটের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ১৩ আগস্ট থেকে লুট ঠেকাতে ও পাথর উদ্ধারে কঠোর অবস্থানে নামে প্রশাসন।
গতকাল শুক্রবার কোম্পানীগঞ্জ থানায় প্রায় দুই হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে খনিজসম্পদ অধিদপ্তর। মামলার পর রাতে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে।
প্রায় দেড় কোটি ঘনফুট পাথর লুট হলেও এ পর্যন্ত সাড়ে তিন লাখ ঘনফুট পাথর উদ্ধার করার তথ্য নিশ্চিত করেছে জেলা প্রশাসন।