‘কালচারাল ফ্যাসিস্ট’ হিসেবে যাদের করা হলো প্রতীকী জুতাপেটা

অনলাইন ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ১৮:৫০
শেয়ার :
‘কালচারাল ফ্যাসিস্ট’ হিসেবে যাদের করা হলো প্রতীকী জুতাপেটা

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার তাকে নিয়ে শোক প্রকাশ করায় শিল্প-সংস্কৃতি অঙ্গনের অনেকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ হিসেবে অভিহিত করা হয়েছে। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু রাজু ভাস্কর্যের পাদদেশে তাদেরকে আজ শনিবার বিকেল ৫টায় প্রতীকী জুতাপেটা করা হয়েছে।

রাজু ভাস্কর্যের পাদদেশ একটি ব্যানার টানানো হয়। সে ব্যানারে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়া বিনোদন অঙ্গনের তারকা, সাংবাদিক, চিত্র নির্মাতাদের ছবিতে প্রতীকী জুতাপেটা করেন ছাত্র-জনতা।

ব্যানারে বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী শমী কায়সার, শম্পা রেজা, জয়া আহসান, মেহের আফরোজ শাওন, অভিনেতা শামীম আহমেদ ওরফে মনা, জাহের আলভি, অরুণা বিশ্বাস, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, পিয়া জান্নাতুল, আরশ খান, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক শাকিব খান, স্বাধীন খসরু, কচি খন্দকারের ছবি রয়েছে।

সাংবাদিকদের মধ্যে শাহেদ আলম, আব্দুন নূর তুষার, জ ই মামুন, আনিস আলমগীর, ফারাবী হাফিজ রয়েছেন। এ ছাড়া লেখক সাদাত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক কামরুল হাসান মামুন, ক্রিকেটার সাকিব আল হাসান, সংগীতশিল্পী রাহুল আনন্দ, ব্যান্ডদল আর্টসেলের ভোকাল লিংকন ডি কস্তা ও নাট্যকার, অভিনেতা, পরিচালক সুমন আনোয়ারের ছবি রয়েছে।