দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত, দাবি মাহির

বিনোদন ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ১৭:৫৬
শেয়ার :
দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত, দাবি মাহির

সামিরা খান মাহি

একাধিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি এই অভিনেত্রী নতুন নাটক ‘বকুল ফুল’ প্রকাশ হয়েছে ইউটিউবে। কাজ করে যাচ্ছেন ধারাবাহিকেও।

এদিকে সম্প্রতি মাহির কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। যা নিয়ে ট্রল করছেন নেটিজেনরা। অনেকেই এই অভিনেত্রীকে পর্নোতারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করছেন। বিষয়টি নিয়ে মাহি কথা বলেছেন একটি গণমাধ্যমে।

এমন তুলনার ঘটনা জানার পরপরই আপনার প্রতিক্রিয়া কীভাবে প্রকাশ পায়? প্রশ্নের জবাবে সামিরা খান মাহি বলেন, ‘যারা এই ধরনের সমালোচনা করে, এদের নিয়ে আর কিছু বলার নেই। আমি জানি না, এই সিগনেচারটা কে তৈরি করেছে? চশমা পরলেই আমাকে অন্য কারও মতো লাগতে হবে, এমন তো কথা না। আসলে আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত বলেই রিডিংগ্লাস পরা এ রকম ছবি দেখে তাদের কাছে মনে হয়েছে, এটা ওই রকম। এ ছাড়া আমি কোনো কারণ খুঁজে পাই না।’

তিনি আরও বলেন, ‘একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে। সেটা নিয়ে মানুষ নানান মন্তব্য করতেই পারে। কিন্তু এই ধরনের স্টুপিডিটি, অসভ্যতা তো মানা যায় না। এর আগে আমার বর্ণ নিয়ে, পরনের কাপড় নিয়েও অকারণ সমালোচনা, বিতর্ক তৈরি করল! এবার একটা গ্লাস, রিডিং গ্লাস! সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়। ব্যাপারটা হচ্ছে, আমি তো আসলে ওইটা বুঝাইনি- যেমন অনেকে বলছে, মিয়া খলিফা, মিয়া খলিফা। সে অন্য রকম, তার একটা পেশা আছে, তার জীবন আলাদা- সে জীবনে সে কী করবে, না করবে, এটা একান্ত তার সিদ্ধান্ত। সে আবার থাকে অন্য একটা দেশে। তাকে নিয়ে তো আমাদের মাথাব্যথা হওয়ার কিছু নেই। সে কোনোভাবেই আমাদের কাছের কেউ না। আমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না, কিন্তু তারা তুলনা করছে নেগেটিভ উপায়ে, এটাতেই আমার আপত্তি।’

এর আগে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন মাহি। বলেন, ‘এটা শুধু একটা নাটকের অংশ। আর তা নিয়ে যা তুলকালাম হলো! এ নিয়ে আর কী বলব? সবার দৃষ্টিভঙ্গি তো আমি ঠিক করতে পারব না। আসলে আমি যা করি তাতেই দোষ।’

সামিরা খান মাহি জানান, ছবিগুলো ‘সুইট কলিগ’ নাটকের। এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। কিছুদিন আগে নাটকটির শুটিং শেষ করেছেন তিনি।