যারা ধর্মের কথা বলেন, তাদের কথা ও কাজে অমিল: ডা. জাহিদ

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ১৭:৩১
শেয়ার :
যারা ধর্মের কথা বলেন, তাদের কথা ও কাজে অমিল: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘যারা ধর্মের কথা বলেন, তাদের কথা ও কাজের মধ্যে অমিল রয়েছে। কেউ কেউ বলেন বিএনপি খারাপ, অথচ তারা নিজেরাই আয়নায় নিজেদের চেহারা দেখেন না।’

আজ শনিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী দলগুলোকে ইঙ্গিত করে ডা. জাহিদ হোসেন বলেন, ‘তারা সেই রাজনৈতিক দল, যারা স্বৈরাচারকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন সময় নির্বাচনে অংশগ্রহণ করেছে।’

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য (এমপি) এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এবং সদস্যসচিব আব্দুর রহিম রিপন।