রাজশাহীতে চারজনের ‘আত্মহত্যা’, যা বললেন অর্থ উপদেষ্টা

সাভার প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ১৬:৪৭
শেয়ার :
রাজশাহীতে চারজনের ‘আত্মহত্যা’, যা বললেন অর্থ উপদেষ্টা

রাজশাহীতে ঋণের কারণে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর গৃহকর্তার আত্মহত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ঘটনাটি দুঃখজনক মন্তব্য করে তিনি বলেছেন, ‘এনজিও, ব্যাংক কিংবা মহাজনের কাছ থেকে তিনি ঋণ নিয়েছিলেন কিংবা ঋণদাতারা তাকে অতিরিক্ত চাপে রেখেছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।’

আজ শনিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা বোর্ডের ৬৬তম সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘উপদেষ্টারা সম্পদের বিবরণী অনেক আগেই জমা দিয়েছেন। আমিও জমা দিয়েছি।’

তবে বিষয়টি জনসম্মুখে প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নিবে সরকার।’

উপদেষ্টা বলেন, ‘দুর্বল ব্যাংকগুলোতে থাকা আমানত নিয়ে গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই। তবে কিছু ব্যাংকের ৯০ শতাংশ আমানত বের করে নেওয়া হয়েছে। আমরা গ্রাহকদের আশ্বস্ত করতে চাই, তাদের কোনো আমানত হওয়া যাবে না।’

ব্যাংক ব্যবস্থাকে স্বচ্ছ করতেও সরকার নানা পদক্ষেপ নিচ্ছে এ কারণে একটু প্রক্রিয়াগত সময় লাগছে বলেও জানান উপদেষ্টা।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয় এসডিজি মিজ লামিয়া মোরশেদ, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।