এক কোরালের দাম ৩৫ হাজার
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২২ কেজি ওজনের একটি বিরল কোরাল মাছ। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
২১ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছটি উন্মুক্ত নিলামে প্রতি কেজি এক হাজার ৬০০ টাকা দরে ৩৪ হাজার ৮৮০ টাকায় কিনে নেন স্থানীয় ব্যবসায়ী খলিল হাওলাদার।
আজ শনিবার জেলে আল আমিন মাছটি কুয়াকাটা বাজারে নিয়ে আসেন। কুয়াকাটা মাছ বাজারের খান ফিশ নামে গদিতে উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি করা হয়।
এর আগে আজ ভোরে বঙ্গোপসাগরের লেম্বুর বন এলাকায় মাছটি তার জালে ধরা পড়ে। তবে মাছটি অসুস্থ অবস্থায় ভেসে ছিলো বলে ধারণা করা হচ্ছে।
মাছটি দেখতে বাজারে ভিড় করেন উৎসুক জনতা। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। বাজারজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
জেলে আল আমিন বলেন, ‘এত বড় মাছ ধরতে পারবো কখনো ভাবিনি। মাছটি কিছুটা দুর্বল অবস্থায় ভেসে ছিলো, ভাগ্যক্রমে জাল ফেলতেই মাছটি ধরা পড়ে।’
ক্রেতা ব্যবসায়ী মো. খলিল হাওলাদার বলেন, ‘এতো বড় কোরাল সচরাচর পাওয়া যায় না। আমি কিনে আনন্দিত, আশা করছি কিছুটা লাভবানও হতে পারবো।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকার শুরু করেছে। নিষেধাজ্ঞা সঠিকভাবে মানায় তাদের জালে বড় মাছ ধরা পড়ছে। সামনে আরও বেশি কোরাল, ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ ধরা পড়বে বলে আমরা আশাবাদী।’